টাঙ্গাইলের কালিহাতীতে বাড়ির পাশের জঙ্গল থেকে শওকত কামাল খান (৭০) নামে এক অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীর রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৫ নভেম্বর) দুপুরে উপজেলার চারান উত্তরপাড়া গ্রাম থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত শওকত কামাল খান ওই গ্রামের মৃত ওয়াজেদ আলী খানের ছেলে। তিনি ঢাকার জাতীয় জাদুঘরের অবসরপ্রাপ্ত কর্মচারী ছিলেন।
স্থানীয়রা জানান, শওকত কামাল খান দীর্ঘদিন ধরে পরিবারসহ ঢাকায় বসবাস করতেন। প্রায় এক সপ্তাহ আগে তিনি গ্রামের বাড়িতে আসেন ঘরবাড়ি সংস্কার ও জমিজমা দেখাশোনার জন্য। মঙ্গলবার দিনেও তাকে স্বাভাবিক অবস্থায় দেখা গেছে। তবে বুধবার সকালে স্থানীয়রা তার বাড়ির পাশের জঙ্গলে রক্তাক্ত লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন।
নিহতের কাজের লোক ছেন্টু বলেন, “স্যার ২০ দিন আগে ঢাকা থেকে এসে বাড়ি সংস্কারের কাজ করছিলেন। মঙ্গলবার বিকেলে কাজ শেষে আমি বাড়ি ফিরে যাই। সন্ধ্যায় ফোনে কথা হয়েছিল। সকালে শুনি, তাকে পাওয়া যাচ্ছে না। পরে জানতে পারি, পাশের জঙ্গলে তার লাশ পাওয়া গেছে।”
কোকডহরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শফিউর রহমান খান শাফি বলেন, “আমাদের গ্রামে এমন ঘটনা আগে কখনও ঘটেনি। তিনি শান্ত স্বভাবের ভালো মানুষ ছিলেন। তার কোনো শত্রুতা ছিল না।”
খবর পেয়ে কালিহাতী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।
টাঙ্গাইল জেলা পুলিশ সুপার (এসপি) মিজানুর রহমান ঘটনাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি একটি হত্যাকাণ্ড। জেলা গোয়েন্দা পুলিশসহ আমরা বিষয়টি তদন্ত করছি। একজন বৃদ্ধ মানুষকে কেন হত্যা করা হলো— তা উদঘাটনে গুরুত্ব সহকারে তদন্ত চলছে।”
এ ঘটনায় এলাকায় নেমে এসেছে শোক ও আতঙ্ক। কে বা কারা এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত— তা জানতে উৎসুক পুরো গ্রামবাসী।











