টাঙ্গাইলের কালিহাতীতে ‘তারুণ্যের উৎসব-২০২৫’ উপলক্ষে উপজেলা পর্যায়ে খুচরা ও পাইকারী ডিলার এবং কোম্পানির প্রতিনিধিদের সঙ্গে বালাইনাশকের সুষ্ঠু ব্যবহার ও বাজারজাতকরণ বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩ সেপ্টেম্বর) সকাল ১১:৩০ টায় কালিহাতী উপজেলা পরিষদ হলরুমে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে সভাটি অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক (খামারবাড়ি, টাঙ্গাইল) মোঃ আশেক পারভেজ। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত উপপরিচালক (উদ্ভিদ সংরক্ষণ) মোঃ আরিফুল হাসান এবং অতিরিক্ত উপপরিচালক (শস্য) মোঃ রমজান আলী। সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা ফারহানা মামুন।
মতবিনিময় সভায় বক্তারা বলেন, কৃষির উৎপাদন বৃদ্ধির জন্য কীটনাশকের ব্যবহার জরুরি হলেও তা সুষ্ঠু ও নিরাপদভাবে ব্যবহার করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ডিলার ও কোম্পানির প্রতিনিধিদের সচেতন হয়ে কৃষকের স্বার্থে বাজারজাতকরণে স্বচ্ছতা বজায় রাখতে হবে।
সভায় খুচরা ও পাইকারী ডিলার, পাশাপাশি বিভিন্ন কোম্পানির প্রতিনিধিরা অংশ নেন এবং কৃষির উন্নয়ন ও টেকসই নিরাপত্তা নিশ্চিত করতে সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।