কালিহাতী প্রতিনিধি :
টাঙ্গাইলের কালিহাতী পৌর এলাকায় ডেঙ্গু প্রতিরোধে মশক নিধনে ও এডিস মশার বংশ বিস্তাররোধে ঔষধ স্প্রে কার্যক্রম শুরু করেছে কালিহাতী পৌরসভা।
সোমবার (২ আগস্ট) সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বরে এ কার্যক্রমের উদ্বোধন করেন মেয়র মোহাম্মদ নুরু ন্নবী সরকার ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আনছার আলী বি.কম।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রুমানা তানজিন অন্তরা; উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. উম্মে রুমান সিদ্দিকী; উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আখতারুজ্জামান; পৌরসভার সহকারী প্রকৌশলী ও ভারপ্রাপ্ত সচিব শহীদুজ্জামান আকন্দ প্রমুখ।
কালিহাতী পৌর মেয়র মোহাম্মদ নুরুন্নবী সরকার বলেন, পৌর এলাকায় মশক নিধন কার্যক্রম শুরু হয়েছে।
এডিস মশার বংশ বিস্তার রোধে ফগার মেশিনের মাধ্যমে কালিহাতী পৌরসভার বিভিন্ন এলাকায় এডিস মশার লার্ভা ধ্বংসকারী ঔষধ প্রয়োগ করা হচ্ছে।
তিনি আরও বলেন, মশক নিধনে সবচেয়ে বেশি প্রয়োজন নাগরিক সচেতনতা। নিজ উদ্যোগে বাসা-বাড়িতে মশক প্রজনন ও উৎপত্তিস্থল বিনাশ করতে হবে। সম্পাদনা – অলক কুমার