আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে উদযাপন নিশ্চিত করতে টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় পূজামণ্ডপে আনসার সদস্য মোতায়েনের লক্ষ্যে বাছাই কার্যক্রম সম্পন্ন হয়েছে। সোমবার (২২ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয় সংলগ্ন মুন্সিপাড়া হাটখোলা প্রাঙ্গণে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
কালিহাতী উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা রাশেদা পারভেজ জানান, উপজেলার প্রতিটি ইউনিয়ন থেকে আগত আনসার সদস্যরা বাছাই প্রক্রিয়ায় অংশগ্রহণ করেন। নির্বাচিত সদস্যরা নিয়োগের মাধ্যমে পূজামণ্ডপে নিরাপত্তা দায়িত্ব পালন করবেন।
তিনি আরও বলেন, দুর্গাপূজায় প্রতিটি পূজামণ্ডপে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আনসার বাহিনী সর্বোচ্চ সতর্ক থাকবে। ভক্ত ও দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিতে আনসার সদস্যরা সার্বক্ষণিক দায়িত্ব পালন করবেন।
এ সময় উপজেলা প্রশিক্ষক নৃতেন্দ্র চন্দ্র বর্মন, প্রশিক্ষীকা আইরিন আক্তারসহ ইউনিয়ন ও উপজেলা পর্যায়ের আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।











