টাঙ্গাইলের কালিহাতীতে ঈদ উপলক্ষে নানাবাড়িতে বেড়াতে এসে নদীতে গোসল করতে নেমে রাহিত (১৬) নামে এক এসএসসি পরীক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (৫ এপ্রিল) বিকেলে উপজেলার গোহালিয়াবাড়ী ইউনিয়নের পিচুরিয়াপাড়া এলাকার লৌহজং নদীতে এ ঘটনা ঘটে।
নিহত রাহিত টাঙ্গাইল সৃষ্টি স্কুল অ্যান্ড কলেজের এবারের এসএসসি পরীক্ষার্থী। সে কালিহাতীর ধলাটেংগর গ্রামের শরিফুল ইসলাম সোনা মিয়ার ছেলে।
স্থানীয়রা জানান, ঈদ উপলক্ষে রাহিত নানাবাড়ি জোকারচর এলাকায় বেড়াতে আসে। দুপুর ২টার দিকে কয়েকজন কিশোরের সঙ্গে লৌহজং নদীতে গোসল করতে গেলে হঠাৎ পানির স্রোতের তোড়ে ভেসে গিয়ে সে নিখোঁজ হয়।
খবর পেয়ে টাঙ্গাইল ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযানে নামে। প্রায় দুই ঘণ্টার চেষ্টা শেষে বিকেল সাড়ে ৫টার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়।
ফায়ার সার্ভিসের ডুবুরি দলের দলনেতা রবিউল ইসলাম বলেন, “খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান চালাই। দুই ঘণ্টা পর তার মরদেহ উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।”
রাহিতের মৃত্যুর খবরে পরিবার ও এলাকাজুড়ে নেমে এসেছে শোকের ছায়া।