কালিহাতী প্রতিনিধি : টাঙ্গাইলের কালিহাতীতে ভেকু দিয়ে ফসলী জমির মাটি কেটে বিক্রির মহোৎসব চলছে।
উপজেলার বল্লা তাঁত বোর্ড সংলগ্ন এলাকায় বাড্ডা গ্রামের গফুরের নেতৃত্বে ভেকু দিয়ে মাটি কেটে ওই মাটি বিভিন্ন ইটভাটা ও বসতবাড়ী ভরাটের জন্য বিক্রি করে আসছেন।
এতে যেমন ফসল উৎপাদন কম হচ্ছে অপরদিকে প্রতিনিয়ত গ্রামীণ পাকা ও কাঁচা রাস্তার ক্ষতি সাধিত হচ্ছে।
এই বিষয়ে জানতে বাড্ডা গ্রামের মাটি বিক্রেতা গফুরের সাথে যোগাযোগ করলে তিনি দেখা করতে বা কথা বলতে রাজি হননি।
কালিহাতী উপজেলা নির্বাহী অফিসার মো. নাজমুল হুসেইন জানান, এ বিষয়ে আমার জানা নেই আপনার মাধ্যমে জানতে পারলাম।
যদি কেউ ভেকু দিয়ে মাটি কেটে বিক্রি করে, খবর নিয়ে তার বিরুদ্ধে ব্যবস্থা নিবো। সম্পাদনা – অলক কুমার