টাঙ্গাইলের কালিহাতীতে বিনামূল্যে চোখের চিকিৎসা সেবা দিতে দিনব্যাপী মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০ সেপ্টেম্বর) উপজেলার পারখী মনির উদ্দিন পাবলিক উচ্চ বিদ্যালয় মাঠে সিদ্দিক মুন্সি চ্যারিটির উদ্যোগে এ ক্যাম্প আয়োজন করা হয়।
ক্যাম্প পরিচালনা করেন সিদ্দিক মুন্সি চ্যারিটির পরিচালক মেহেদী হাসান বিন সিদ্দিক। এসময় আয়োজক কমিটির সভাপতি আরিফুল ইসলামসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
চিকিৎসা ক্যাম্পে বিশেষজ্ঞ চিকিৎসকরা প্রায় ৫ শতাধিক রোগীকে চোখের চিকিৎসা, চশমা ও ওষুধ প্রদান করেন। এছাড়া প্রায় শতাধিক রোগীর ছানি অপারেশনের ব্যবস্থা করা হয়।
চিকিৎসা নিতে আসা রোগীরা জানান, দীর্ঘদিন ধরে চোখের সমস্যায় ভুগলেও সহজে চিকিৎসা পাচ্ছিলেন না। বিনামূল্যের এ সেবা পেয়ে তারা উপকৃত হয়েছেন।
এ বিষয়ে সিদ্দিক মুন্সি চ্যারিটির পরিচালক মেহেদী হাসান বিন সিদ্দিক বলেন, “মানুষের সেবায় আমরা মাঠে নেমেছি। কালিহাতী ছাড়াও আশপাশের বিভিন্ন উপজেলা থেকে রোগীরা এসে বিনামূল্যে চিকিৎসা নিয়েছেন। স্থানীয় জনগণও আমাদের নানা ভাবে সহযোগিতা করছে। এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।”