“হাত ধোয়ার নায়ক হোন” প্রতিপাদ্যে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় বর্ণাঢ্য র্যালি ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৫ অক্টোবর) দুপুর ১২টায় উপজেলা প্রশাসন ও উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের যৌথ আয়োজনে র্যালিটি কালিহাতী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় চত্বর থেকে শুরু হয়ে একই স্থানে শেষ হয়। পরে শিক্ষার্থীদের অংশগ্রহণে হাত ধোয়ার সঠিক নিয়ম প্রদর্শন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিহাতী উপজেলা নির্বাহী অফিসার খায়রুল ইসলাম।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী গাজিউর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার জুলিয়া আক্তার, বিদ্যালয়ের এডহক কমিটির অভিভাবক সদস্য লুৎফর রহমান, প্রধান শিক্ষক আবুল কাশেম মিঞা, অফিস সহকারী জয়নুল আবেদীন, মেকানিক আমিনুল ইসলাম, সীমা, বেলাল, মনিরসহ শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা।