কালিহাতী প্রতিনিধি : টাঙ্গাইলের কালিহাতী উপজেলার এলেঙ্গা বৈদ্যুতিক ট্রান্সফরমার বিস্ফোরণে মনসুর নামের পুলিশের এক এসআই মারাত্মক দগ্ধ হয়েছেন।
শুক্রবার (১৩ অক্টোবর) ভোরে উপজেলার এলেঙ্গা হাইওয়ে দিয়ে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ইউরেনিয়াম বাহী ট্রাক যাতায়াতের সময় নিরাপত্তার দায়িত্ব পালনকালে কালিহাতী থানার এসআই মনসুর বৈদ্যুতিক ট্রান্সফরমার বিস্ফোরণে মারত্মকভাবে আগুনে দগ্ধ হন।
আরো পড়ুন – এলেঙ্গায় অভিযানের ১২ ঘন্টা যেতে না যেতেই আবারও বালু বিক্রি শুরু
কালিহাতীর এলেঙ্গা উৎসব ফিলিং স্টেশন সংলগ্ন পুরাতন রেস্টুরেন্টের তিন তলা বিল্ডিংয়ের ছাদে ডিউটিরত ছিলেন এসআই মনসুর।
এ বিষয়ে কালিহাতী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মনিরুজ্জামান শেখ জানান, শুক্রবার ভোরে এলেঙ্গা উৎসব ফিলিং স্টেশন সংলগ্ন পুরাতন রেস্টুরেন্টের তিনতলা বিল্ডিংয়ের ছাদে দায়িত্ব পালন করতেছিলেন।
ইউরেনিয়াম ফুয়েল বাহী ট্রাকে বহনের নিরাপত্তার দায়িত্বে ছিলেন তিনি।
সেইসময় বিল্ডিংয়ের ছাদের পূর্ব পাশে একটি ট্রান্সফরমার বিস্ফোরিত হয়।
এতে ছাদ ঘেঁষে যাওয়া ৩৩ হাজার ভোল্টের তারে আগুন লাগলে আগুনের গোলা এসআই মনসুরের শরীরে এসে লাগে ও সারা শরীর মারাত্মকভাবে দগ্ধ হয়।
তাৎক্ষণিক পাশে ডিউটিতে থাকা নায়েক নাজমুল আগুন নিভানোর চেষ্টা করে ব্যর্থ হন।
তিনি আরও বলেন, এ সময় কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ কামরুল ফারুক উৎসব ফিলিং স্টেশনের পাশে রাউন্ড ডিউটিতে ছিলেন।
খবর পেয়ে তিনি দ্রুত ছাদে গিয়ে আগুন নেভান।
পরে এসআই মনসুরকে চিকিৎসার জন্য দ্রুত টাঙ্গাইলে শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
অবস্থা আশংঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে তাকে উন্নত চিকিৎসার জন্য শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে পাঠিয়ে দেওয়া হয়েছে।