কালিহাতী প্রতিনিধি : টাংগাইলে কালিহাতী উপজেলা চলতি মৌসুমের বোরো ধান কাটা শুরু হয়েছে।
আগামী সাত দিনের মধ্যে উপজেলার পুরোদমে ধান কাটা শুরু হবে। এ বছর বোরো ধানের বাম্পার ফলন হয়েছে।
করোনা কালীন সময়ে ধান শ্রমিক পাওয়া বড়ই কঠিন হয়ে দাঁড়িয়েছে কৃষকদের।
বীরবাসিন্দা ইউনিয়নের কস্তুরী পাড়া গ্রামে কৃষক আবুল হোসেন জানায়, আমি একশো শতাংশ জমিতে ২৮ ও ২৯ ধান চাষ আবাদ করে ভালো ফলন পেয়েছি।
সিরাজগঞ্জ উল্লাপাড়া থেকে ধান কাটার শ্রমিক এসেছে। প্রতিদিন ৫৫০ টাকা করে দিতে হবে শ্রমিক মজুরি।
এছাড়াও উপজেলার বল্লা, রামপুর, কোকডোহরাসহ বিভিন্ন এলাকা ঘুরে একই চিত্র দেখা গেছে।
বল্লা গ্রামের চাষী আহাদ আলী জানান, করোনার কারণে এবছর ধান কাটা শ্রমিক পাওয়া কষ্টসাধ্য হবে; যাও পাওয়া যাবে, অনেক বেশি মজুরি দিতে হবে।
উপজেলা কৃষি কর্মকর্তা সাজ্জাদ হোসেন তালুকদার জানায়, কালিহাতী উপজেলার ১৮ হাজার ২৫৫ হেক্টর জমিতে ধান চাষের বাম্পার ফলন হয়েছে। সরকারিভাবে ধান কাটার মেশিন দেওয়া হয়েছে। সম্পাদনা – অলক কুমার