‘ক্রীড়াই শক্তি ক্রীড়াই বল, মাদক ছেড়ে খেলতে চল’ স্লোগানে টাঙ্গাইলের কালিহাতীতে কুচটি বাইক-ফ্রিজ ভলিবল টূর্নামেন্ট (সিজন-২) এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১১ এপ্রিল) বিকেলে কুচটি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জমকালো আয়োজনের মাধ্যমে এই ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয়। খেলায় অংশগ্রহণ করেন মিরপুর বনাম নাইমুল হুদা স্মৃতি কল্যাণ সংঘ। মিরপুর ৮০-৬৮ পয়েন্টে জয় লাভ করে।
খেলার উদ্বোধন করেন উপজেলা বিএনপির সহ-দপ্তর সম্পাদক কবি ও কথা সাহিত্যিক হামিদুর রহমান।
৫ নং বাংড়া ইউনিয়ন বিএনপির সভাপতি সুলতান গিয়াস উদ্দিনের সভাপতিত্বে খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম ভিপি রফিক। অন্যান্য অতিথির মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির কৃষি বিষয়ক সহ-সম্পাদক সাইফুল ইসলাম সোহেল, বাংড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম মিন্টু, সফটওয়্যার ইঞ্জিনিয়ার শফিকুল ইসলাম, সরকারি চাকুরিজীবী রাসেল তালুকদার প্রমুখ। বিপুল সংখ্যক দর্শক আনন্দের সাথে খেলাটি উপভোগ করেন।