টাঙ্গাইলে কালিহাতী উপজেলার এলেঙ্গায় ফলের দোকানে অভিযান চালিয়ে মেয়াদোত্তীর্ণ ফল ট্রাকের চাকায় পিষে ধ্বংস করেছে র্যাব-১২, সিপিসি-৩, টাঙ্গাইল কোম্পানি। এসময় অবৈধভাবে মেয়াদোত্তীর্ণ ফল বিক্রি করে ভোক্তা অধিকার ঘুন্ন করার অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১৩ ফল ব্যবসায়ীকে তিন লক্ষ ৭০ টাকা অর্থ দন্ড করা হয়।
মঙ্গলবার (২৮ এপ্রিল) রাতে এই অভিযান পরিচালিত হয়।
মেয়াদোত্তীর্ণ ফল ধ্বংস ও ব্যবসায়ীদের জরিমানার বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-১২, সিপিসি-৩, টাঙ্গাইল কোম্পানীর কমান্ডার মেজর আবু নাঈম মো. তালাত।
এসময় তিনি জানান, আমরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি কালিহাতী উপজেলার এলেঙ্গায় ফলের পাইকারী দোকান থেকে মেয়াদোত্তীর্ণ ফল বিক্রি করা হচ্ছে। সেই মোতাবেক আমরা সেখানে অভিযান চালিয়ে অভিযোগের সত্যতা পাওয়া গেলে মেয়াদোত্তীর্ণ ফল ট্রাকের চাকায় পিষে ধ্বংস করে ফেলি। এছাড়া ১৩ জন ব্যবসায়ীকে তিন লক্ষ ৭০ হাজার টাকা জরিমানা করা হয়।
ভোক্তা অধিকার সংরক্ষন আইন ২০০৯ এর ৫৩ ধারায় অভিযুক্ত ১। আবু বকর সিদ্দিক (৫৯), পিতাঃ ওয়াহেদ আলীকে ৫,০০০ টাকা, ২। সুদেপ্ত পাল (২৫), পিতাঃ মুনীলকে ১০,০০০ টাকা, ৩। শ্রী গনেশ (৫০), পিতাঃ দাস চানকে ৫,০০০ টাকা, ৪। মোঃ জহিরুল হক শহীদ (৩২), পিতাঃ মজিবুর রহমানকে ৫০,০০০ টাকা, ৫। মোঃ আন্তাজ আলী (৪৩), পিতাঃ মৃত-বুলু মন্ডলকে ৩০,০০০ টাকা, ৬। মোঃ রাসেল (৩০), পিতাঃ ইফাদ আলীকে ৫,০০০ টাকা, ৭। হৃদয় (২১), পিতাঃ হাবিবুর রহমানকে ২০,০০০ টাকা, ৮। মোঃ শেখ ফরিদ, পিতাঃ জামাল মোল্লাকে ৭৫,০০০ টাকা, ৯। রাজিব দাস (২৭), পিতাঃ সুজিব দাসকে ৫০,০০০ টাকা, ১০। শরিফ মন্ডল (৩৩), পিতাঃ সাতচান মন্ডলকে ১০,০০০ টাকা, ১১। মোঃ শফিকুল ইসলাম (৩১), পিতাঃ একাব্বর আলীকে ৫,০০০ টাকা, ১২। ভুবন সাহা (৪২), পিতাঃ লনী গোপার সাহাকে ১,০০,০০০ টাকা, ১৩। হাজী নাজিম উদ্দিন (৪৮), পিতাঃ মৃত মফিজ উদ্দিনকে ৫,০০০ টাকা নগদ জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রোকনুজ জামান।