আসন্ন শারদীয় দুর্গাপূজা ২০২৫ ঘিরে টাঙ্গাইলের কালিহাতীতে সর্বাত্মক নিরাপত্তা নিশ্চিত ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভার আয়োজন করে কালিহাতী উপজেলা প্রশাসন।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খায়রুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন কালিহাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুবুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) সায়েদা খানম লিজা, সেনাবাহিনীর ক্যাম্প কমান্ডার লেফটেন্যান্ট ইসতিয়াক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আশরাফুজ্জামান, কালিহাতী পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক প্রদীপ ব্যানার্জী নীরু, সদস্য সচিব প্রবাল ভট্টাচার্য মানিকসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক ও সনাতন ধর্মাবলম্বী সম্প্রদায়ের প্রতিনিধিরা।
সভায় বক্তারা বলেন, দুর্গাপূজা হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব হলেও এটি এখন সার্বজনীন উৎসবে পরিণত হয়েছে। তাই শান্তিপূর্ণ পরিবেশে দুর্গোৎসব উদযাপনে সবার সহযোগিতা প্রয়োজন। পূজামণ্ডপে নিরাপত্তা নিশ্চিতে পুলিশ, আনসার ও স্বেচ্ছাসেবকদের পাশাপাশি প্রয়োজনে সেনাবাহিনীও মাঠে থাকবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা খায়রুল ইসলাম বলেন, “ধর্ম যার যার, উৎসব সবার।” প্রতিটি মণ্ডপে সিসি ক্যামেরা ও আলোর ব্যবস্থা রাখা হবে। পাশাপাশি অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে উপজেলা প্রশাসন সর্বদা সতর্ক রয়েছে।
পূজা উদযাপন ফ্রন্টের নেতৃবৃন্দ মণ্ডপগুলোতে নিরাপত্তা জোরদার ও সহযোগিতা বৃদ্ধির দাবি জানান। জানা গেছে, আগামী ২৭ সেপ্টেম্বর ষষ্ঠী পূজার মধ্য দিয়ে দুর্গাপূজা শুরু হয়ে ২ অক্টোবর বিজয়া দশমীর মাধ্যমে শেষ হবে। এ বছর কালিহাতী উপজেলায় প্রায় ১৬৬টি পূজামণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।