নিজস্ব প্রতিবেদক: পরিবেশের ভারসাম্য, প্রাকৃতিক দুযর্যোগ মোকাবেলা ও বজ্রপাত থেকে রক্ষায় টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় তাল গাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
বুধবার (১৯ জুলাই) সকালে পরিবেশবাদী সংগঠন সবুজ পৃথিবীর উদ্যোগে এ কর্মসূচির উদ্বোধন করেন কালিহাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নাজমুল হুসেইন। উপজেলার বাংড়া ইউনিয়নের পাথালিয়া বাজার পাকা রাস্তা হতে দেওতলা পর্যন্ত (২ কি.মি.) রাস্তার দু’পাশ দিয়ে তাল গাছ রোপণ করা হয়।
আরও পড়ুন- কালিহাতীতে প্রবাসীর স্ত্রীর রহস্যজনক মৃত্যু!
এসময় উপস্থিত ছিলেন সবুজ পৃথিবীর প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সহিদ মাহমুদ, কালিহাতী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ সেহাব উদ্দিন, উপ সহকারী কৃষি কর্মকর্তা রীনা রানী দে, বাংড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ শফিকুল ইসলাম শফি, সবুজ পৃথিবী কালিহাতী উপজেলা শাখার সভাপতি মোঃ বুলবুল হোসেন, সাধারণ সম্পাদক সাইদুর রহমান সাদ্দাম, সহ সভাপতি মোঃ আশরাফুল ইসলাম, প্রচার সম্পাদক মোঃ সুমন মিয়া, পাথালিয়া কমিউনিটি ক্লিনিকের চিকিৎসক মোঃ সোহেল রানা, ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি মোঃ আল আমিন, বাংড়া ইউনিয়ন ছাত্রলীগ সাধারণ সম্পাদক মোঃ শাহীন মিয়া প্রমুখ । এছাড়া এসময় স্থানীয় সকল শ্রেণিপেশার মানুষ উপস্থি ছিলেন।