কালিহাতী প্রতিনিধি : টাঙ্গাইলের কালিহাতীতে মুক্তিযুদ্ধের সংগঠক ইতিহাস খ্যাত চার খলিফার একজন; বাংলাদেশের জাতীয় পতাকার অন্যতম পরিকল্পক-রূপকার; সাবেক মন্ত্রী; কালিহাতী শাজাহান সিরাজ কলেজের প্রতিষ্ঠাতা ও স্বাধীনতার ইশতেহার পাঠক শাজাহান সিরাজ এর প্রথম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।
বুধবার (১৪ জুলাই) সকাল ১১টায় শাজাহান সিরাজের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে, সামাজিক দূরত্ব বজায় রেখে ১ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ভার্চুয়াল আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
ভার্চুয়াল সভায় প্রধান আলোচক হিসেবে যোগদান করেন কালিহাতী শাজাহান সিরাজ কলেজের পরিচালনা পরিষদের সভাপতি ও শাজাহান সিরাজের কন্যা ব্যারিস্টার সারওয়াত সিরাজ শুক্লা।
প্রধান অতিথি হিসেবে যোগদান করেন কলেজ পরিচালনা পরিষদের দাতা সদস্য ও শাজাহান সিরাজের সহধর্মিণী রাবেয়া সিরাজ।
এই ভার্চুয়াল আলোচনা সভায় সভাপতিত্ব করেন কালিহাতী শাজাহান সিরাজ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ গোলাম আম্বিয়া সিদ্দিকী।
এসময় আরো উপস্থিত ছিলেন, কালিহাতী শাজাহান সিরাজ কলেজের সহকারী অধ্যাপক ছোহরাব আলী মিয়া; জহুরুল হক বুলবুল; শফিকুল ইসলাম শফি; একেএম আব্দুল আউয়াল; তারিকুল ইসলাম ও সহকারী শিক্ষক (গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান) রশিদুল ইসলাম রতন প্রমুখ। সম্পাদনা – অলক কুমার