টাঙ্গাইলের কালিহাতীতে সুষ্ঠু বর্জ্য ব্যবস্থাপনা, স্বাস্থ্যবিধি অনুসরণ ও নিরাপদ পানি পরিকল্পনা বিষয়ক দুই দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে এবং কালিহাতী পৌরসভার সহযোগিতায় ৩১ আগস্ট ও ১ সেপ্টেম্বর উপজেলা কনফারেন্স রুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালাটি দেশের ৩২টি পৌরসভার পানি সরবরাহ ও মানববর্জ্য ব্যবস্থাপনাসহ এনভায়রনমেন্টাল স্যানিটেশন প্রকল্পের আওতায় আয়োজন করা হয়।
কর্মশালায় সভাপতিত্ব করেন কালিহাতী পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার মো. খায়রুল ইসলাম। এতে উপস্থিত ছিলেন প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক সেক মুহাম্মদ ফরিদ, সহকারী প্রকৌশলী এস এম শাহিন, পৌর নির্বাহী কর্মকর্তা শিব প্রসাদ সূত্রধর, পৌরসভার প্রকৌশলী মোশারফ হোসেন, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী মো. গাজিউর রহমানসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও গণমাধ্যমকর্মীরা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পৌরসভার উচ্চমান সহকারী রফিকুল ইসলাম।
বক্তারা বলেন, পৌর এলাকায় সেপটিক ট্যাংক থেকে মানববর্জ্য খোলা ড্রেনে ফেলায় বিভিন্ন রোগ ছড়াচ্ছে। বিশেষ করে শিশুরা বেশি আক্রান্ত হচ্ছে। এ অবস্থা থেকে মুক্তি পেতে মানববর্জ্য ব্যবস্থাপনায় সামাজিক সচেতনতা বৃদ্ধি ও স্বাস্থ্যবিধি মেনে চলা অত্যন্ত জরুরি।
তারা আরও জানান, এ প্রকল্পের মাধ্যমে নগরবাসীর জন্য নিরাপদ পানি সরবরাহ নিশ্চিত করার পাশাপাশি স্বাস্থ্যঝুঁকি কমে আসবে। কর্মশালা জনসচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং প্রকল্প বাস্তবায়নে জনগণের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করবে। এর সুফল সরাসরি পৌরবাসী ভোগ করবে।