কালিহাতীতে স্ত্রী গুম হওয়ার প্রতিবাদে স্বামীর বিরুদ্ধে মানববন্ধন

কালিহাতী প্রতিনিধি : টাঙ্গাইলের কালিহাতী উপজেলার নাগবাড়ি ইউনিয়নের মরিচা বাজারে স্বামী হারুন কতৃক স্ত্রী নুরুন্নহার গুম হওয়ার প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসী।

শনিবার সকাল ১১টায় মরিচা বাজারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা বলেন, কয়েক বছর আগে পারখী ইউনিয়নের হারুনের সাথে মরিচা গ্রামের নুরুন্নাহারের বিয়ে হয়।

তারপর থেকেই তার স্বামী তাকে নির্যাতন করতে থাকে। গত এক মাস আগে স্বামীকে পরকীয়ায় জড়িত অন্য মহিলার সাথে অবৈধ সম্পর্কের সময় হাতেনাতে ধরলে নুরুন্নাহারকে বেধম মারপিট করে ফেলে রেখে চলে যায়।

তারপর থেকেই নুরুন্নাহারকে পাওয়া যাচ্ছে না অভিযোগ করে কালিহাতীয় থানায় সাধারণ ডায়েরী করে তার পরিবার।

দীর্ঘদিন অতিবাহিত হওয়ার পরেও প্রসাশন এখনো নুরুন্নাহারের বিষয়ে ব্যবস্থা না নেওয়ার প্রতিবাদে মানববন্ধন করে।

মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আকুল আবেদন, অতি তাড়াতাড়ি নুরুন্নাহারকে যে গুম করেছে তার বিরুদ্ধে যেন ব্যবস্থা নেওয়া হয়।

নুরুনাহারের মা সুফিয়া বেগম বলেন, আমার মেয়েকে শেষ বারের মতো দেখতে চাই, আমার মেয়েকে হারুন গুম করেছে।

এসময় মানববন্ধনে উপস্থিত ছিলেন, আজহারুল ইসলাম তালুকদার, আজাদ, শাহিনসহ এলাকাবাসী।