টাঙ্গাইলের কালিহাতীতে সেনাবাহিনী ও হাইওয়ে পুলিশের যৌথ অভিযানে হেলমেটবিহীন ১৩ মোটরসাইকেল চালকের বিরুদ্ধে মামলা ও জরিমানা করা হয়েছে। বুধবার (৩০ জুলাই) দুপুরে কালিহাতী টেকনিক্যাল ট্রেনিং সেন্টার সংলগ্ন হাইওয়ে সড়কে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে নেতৃত্ব দেন ৯৮ কম্পোজিট ব্রিগেডের (২৪ ইস্ট বেঙ্গল) ওয়ারেন্ট অফিসার মাসুদুর নবী ও এলেঙ্গা হাইওয়ে থানার এসআই সরোয়ার হোসেন।
এসআই সরোয়ার হোসেন জানান, “হেলমেট ব্যবহার নিশ্চিত করতে মোটরসাইকেল তল্লাশি চালানো হয়। ১৩টি বাইকে হেলমেট না থাকায় মামলা করা হয় এবং মোট ৩২ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।”
তিনি আরও বলেন, জনসচেতনতা বৃদ্ধি ও সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিত চলবে।