টাঙ্গাইলের কালিহাতী উপজেলার হামিদপুর এলাকায় নিষিদ্ধ চায়না দুয়ারী ও কারেন্ট জালের একটি গুদামে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসনের নেতৃত্বে যৌথ বাহিনী। মঙ্গলবার (১৯ আগস্ট) বিকেলে ইউএনও খায়রুল ইসলামের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে প্রায় ১৩ লাখ টাকার ১২ হাজার মিটার চায়না দুয়ারী জাল ও ৩ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়।
অভিযানে সেনাবাহিনীর ক্যাপ্টেন নুর, উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা নাসির উদ্দিন, এসআই রাজিব, ফায়ার সার্ভিস কর্মকর্তা রাসেলসহ সেনাবাহিনী, পুলিশ ও আনসার বাহিনী অংশ নেয়।
ইউএনও খায়রুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়। এসব নিষিদ্ধ জালের কারণে দেশীয় মাছের প্রজনন মারাত্মকভাবে ব্যাহত হয় এবং পরিবেশের ভারসাম্য নষ্ট হয়। কালিহাতীতে এটিই এখন পর্যন্ত সবচেয়ে বড় জাল জব্দের ঘটনা বলে উল্লেখ করেন তিনি।
জব্দকৃত জালগুলো কালিহাতী পুরাতন থানা ঘাট এলাকায় এনে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। তিনি জানান, এ ধরনের অভিযান নিয়মিত চলবে।
স্থানীয় সচেতন মহল জানিয়েছে, নিষিদ্ধ জালের অবাধ ব্যবহারে দেশের জলাশয়ে মাছের উৎপাদন হুমকির মুখে পড়ছে। নিয়মিত অভিযান জেলেদের সুরক্ষা ও মাছের উৎপাদন বৃদ্ধিতে সহায়ক হবে।