শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব বিবেচনায় টাঙ্গাইলের কালিহাতী উপজেলা প্রশাসন এক ব্যতিক্রমী উদ্যোগ বাস্তবায়ন করেছে। উপজেলা পরিষদ উন্নয়ন তহবিলের অর্থায়নে উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফুটবলসহ নানা ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে।
সোমবার (১৪ জুলাই) বিকেলে উপজেলা পরিষদ হল রুমে আয়োজিত অনুষ্ঠানে ১৭০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রতিনিধিদের হাতে ফুটবল তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) খায়রুল ইসলাম। এ সময় উপজেলা শিক্ষা অফিসার কুলসুম সোলায়মান, সহকারী শিক্ষা অফিসারসহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
উপজেলা প্রশাসন জানিয়েছে, পর্যায়ক্রমে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের ৮১টি শিক্ষা প্রতিষ্ঠানে ফুটবল এবং চলতি বছরের এসএসসি পরীক্ষায় ভালো ফলাফল করা ২০টি বিদ্যালয়ে ক্রিকেট সেট, দাবা ও ক্যারাম বোর্ড বিতরণ করা হবে।
অনুষ্ঠানে ইউএনও খায়রুল ইসলাম বলেন, ‘শুধু পাঠ্যবইয়ের শিক্ষা নয়, খেলাধুলা, সংস্কৃতি ও নৈতিক শিক্ষার সমন্বয়েই একজন শিক্ষার্থী সম্পূর্ণ মানুষ হয়ে উঠতে পারে। খেলাধুলা শৃঙ্খলা, সহনশীলতা ও দলগত কাজের গুণাবলী শেখায়।’ তিনি আরও জানান, উপজেলার সব শিক্ষা প্রতিষ্ঠানে পর্যায়ক্রমে এই কার্যক্রম চালু থাকবে।
উপস্থিত শিক্ষকরা উপজেলা প্রশাসনের এই উদ্যোগের প্রশংসা করেন এবং শিক্ষার্থীদের খেলাধুলায় আগ্রহ আরও বাড়বে বলে আশা প্রকাশ করেন।