গাজীপুরের কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিএনপি নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় গ্রেপ্তার ছাত্রদল নেতা আবুল হোসেন প্রিন্সকে বহিষ্কার করা হয়েছে। কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বহিষ্কৃত প্রিন্স কালীগঞ্জ সরকারি শ্রমিক কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ছিলেন।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সংগঠনের শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে প্রিন্সকে তার সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয়েছে। জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এ সিদ্ধান্ত অনুমোদন করেন।
এর আগে, রবিবার (১৬ মার্চ) ভোররাতে পুলিশ প্রিন্সসহ তার পাঁচ সহযোগীকে গ্রেপ্তার করে। তারা হলেন— হৃদয় মিয়া (২৪), তরিকুল ইসলাম (১৯), রিয়ান রহমান (১৯), কামরুজ্জামান চয়ন (১৮) এবং সিহান হোসেন (১৮)।
স্থানীয় সূত্রে জানা যায়, মসজিদে সুদের বিষয়ে বক্তব্য দেওয়া নিয়ে ইমামের সঙ্গে বাকবিতণ্ডার জেরে সংঘর্ষের ঘটনা ঘটে। এরপর হাসপাতালে চিকিৎসা নিতে গেলে বিএনপি নেতা গোলজার হোসেন ও তার সমর্থকদের ওপর ফের হামলা চালানো হয়।
ঘটনার জেরে থানায় পৃথক মামলা হলে পুলিশ রাতে অভিযান চালিয়ে ছাত্রদল নেতা প্রিন্স ও তার সহযোগীদের গ্রেপ্তার করে। এরপর ছাত্রদলের নেতাকর্মীরা থানার সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন। পরে পুলিশের পক্ষ থেকে সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে আরও ১৫ জনের বিরুদ্ধে মামলা করা হয়।
কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. ইমরান খান জানান, হামলার কারণে কিছু সময়ের জন্য চিকিৎসা সেবা ব্যাহত হলেও বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। থানার ওসি মো. আলাউদ্দিন জানান, গ্রেপ্তার ছয়জনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।