ভারতশাসিত কাশ্মিরের পর্যটনকেন্দ্র পেহেলগামে সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহতের ঘটনায় গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। বুধবার (২৩ এপ্রিল) তার ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি লিখেছেন, “প্রাণহানির কারণ হওয়া নৃশংস হামলার নিন্দা জানাই। নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি, আহতদের দ্রুত আরোগ্য কামনা করি। গুরতরায় সন্ত্রাসবাদের বিরুদ্ধে আমাদের দৃঢ় অবস্থান পুনর্ব্যক্ত করছি।”
একইভাবে, পররাষ্ট্র মন্ত্রণালয়ও এক বিজ্ঞপ্তিতে এ হামলা “সহিংসতা ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে বাংলাদেশ সরকারের জিরো টলারেন্স নীতি” পুনর্ব্যক্ত করে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা ও আহতদের আরোগ্যের প্রার্থনা করেছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “বাংলাদেশ আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে ঐক্যবদ্ধ থেকে চরমপন্থা দমন ও শান্তি-নিরাপত্তা রক্ষায় অঙ্গীকারবদ্ধ।”
স্থানীয় পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার তুষারাবেষ্টিত পেহেলগামে একের পর এক বিস্ফোরণে বেশিরভাগই পর্যটক ২৬ জন প্রাণ হারিয়েছে। হামলার দোষীদের দ্রুত শনাক্তে এবং আইনের আওতায় আনার আহ্বান জানিয়েছে বাংলাদেশ।