“কিলার গ্যাং” এর পুরো দলটি গ্রেপ্তারের পর বের হচ্ছে তাদের পাঠানো আরো উড়োচিঠি! এবার তাদের পাঠানো টাঙ্গাইলের এক তুলা ব্যবসায়ীকে পাঠানো উড়োচিঠির ঘটনা সামনে আসলো। উড়োচিঠির মাধ্যমে ৬০ হাজার টাকা চাঁদা দাবী করা হয়। এই ঘটনায় টাঙ্গাইল সদর থানায় একটি অভিযোগ করেছেন উড়োচিঠি প্রাপক।
চিঠিতে দেখা যায়, কিলার গ্যাং (হত্যাকারী দল) সংক্ষেপে নিচে লেখা চাঁদা দে নইলে জীবন দে। এছাড়া উপরে শ্লোগান লেখা সন্ত্রাসী সংগঠন।
চিঠির শুরুতে লেখা, চিঠি পাওয়ার পর তুই যদি বিষয়টি নিয়ে কারো সাথে শেয়ার করস বা আইনি প্রক্রিয়ায় যাস তাহলে তোকে কবর দেয়ার জন্য তোর লাশ পরিবার খুজে না পাওয়ার ব্যবস্থা আমরা করবো। এছাড়া উল্লেখ্য থাকে যে, গত মাসের ২৪ জুলাই এই চাঁদার টাকা দাবী করে তারা। সেখানে বলা হয়, তর সার্বিক বিষয়ে বিবেচনা পূর্বক হত্যাকারী দল তর কাছে ৬০ হাজার টাকা চাঁদা দাবী করছি। যা আমাদের বিবেচনায় তর কাছে খুবই সামান্য এবং তর পক্ষে দেয়া সম্ভব।
আগামী ২৪/০৭/২৫ রোজ বৃহস্পতিবার রাত সাড়ে ৮টায় সময় তর তুলার কারখানার সামনে আমতলা কবরস্থানে আম গাছের গোরায় তুই একা (কাউকে সাথে আনার চেষ্টা করবি না এবং বেশি চালাকি করার চেষ্টা না করাই তোর এবং তোর পরিবারের জন্য ভালো) নিজ হাতে টাকার ব্যাগটি রেখে খুব দ্রুত স্থান ত্যাগ করে বাসায় চলে যাবি। চিঠিতে উপদেশ হিসাবে লেখা হয়, টাকার চেয়ে জীবনের মূল্য অনেক বেশি। আর তাই নির্ধারিত সময়ের মধ্যে টাকা বা দিলে ৭ দিনের মধ্যে দুনিয়া থেকে তকে বিদায় করবো।
ভূক্তভোগী বলেন, আমার নিরাপত্তার জন্য এতোদিন বলি নাই, কিন্তু গতকাল ৫ জনকে আটক করার কারণে আজকে প্রকাশ করলাম তবে আমার নাম ঠিকানা প্রকাশ করবেন না অনুরোধ করছি।
সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি তানভীর আহাম্মেদ বলেন, গ্রেপ্তারকৃত গ্রুপ ১০টি কপি করেছিলো ১০ জায়গায় ১০ জনকে দেওয়ার জন্য। আমরা ৫ জনকে গ্রেপ্তার করেছি, তারা স্বীকারোক্তি দিয়েছে।