কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভুল ইনজেকশন প্রয়োগের অভিযোগে এক রোগীর মৃত্যু হয়েছে। শুক্রবার (২১ মার্চ) পারুল নামে এক নারীকে অন্য রোগীর ইনজেকশন পুশ করলে কিছুক্ষণের মধ্যে তার মৃত্যু হয় বলে অভিযোগ স্বজনদের।
এ ঘটনায় স্বজনরা প্রতিবাদ করলে ইন্টার্ন চিকিৎসকরা তাদের হাসপাতাল থেকে বের করে দেন। পরে খবর পেয়ে সাংবাদিকরা সেখানে গেলে ইন্টার্ন চিকিৎসক ও মেডিকেলের শিক্ষার্থীরা যমুনা টেলিভিশনের কুমিল্লা ব্যুরো প্রধান খোকন চৌধুরী, ভিডিও জার্নালিস্ট জিহাদুল ইসলাম সাকিব, চ্যানেল টুয়েন্টি ফোরের রিপোর্টার ও ভিডিও জার্নালিস্টের ওপর হামলা চালান। এছাড়া, তারা সাংবাদিকদের ক্যামেরা, মোবাইল ও মাইক্রোফোন কেড়ে নেন।
ঘটনার পর সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে পাঁচ রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আহত সাংবাদিকদের উদ্ধার করে সদর হাসপাতালে পাঠায়। পুলিশ জানিয়েছে, অভিযুক্তদের চিহ্নিত করে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।