ঝিনাইদহের কোটচাঁদপুরে চলন্ত ভ্যানে বাসের ধাক্কায় চৈতন্য পাল (৫০) নামের এক ভ্যানচালক নিহত হয়েছেন। রবিবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার এলাঙ্গী গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত চৈতন্য পাল উপজেলার ফাজিলপুর গ্রামের বাসিন্দা এবং কার্তিক পালের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে চৈতন্য পাল তার ভ্যানে করে কলা নিয়ে ফাজিলপুর থেকে কোটচাঁদপুরে যাচ্ছিলেন। এলাঙ্গী এলাকার মাঠসংলগ্ন সড়কে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বাস ভ্যানটিকে ধাক্কা দেয়। ধাক্কায় ছিটকে পড়ে যান তিনি, এ সময় বাসটি তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
কোটচাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন মাতুব্বর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। পুলিশ বাস ও চালককে শনাক্ত করতে কাজ করছে বলেও জানান তিনি।