বিশ্বজুড়ে ঈদুল ফিতর উদযাপনের প্রস্তুতি নিচ্ছেন কোটি মুসলমান। ঈদ কবে, সেই তারিখ জানার জন্য রোজাদাররা অধীর আগ্রহে অপেক্ষা করছেন। এরই মধ্যে সবার আগে ঈদের দিন জানিয়েছে অস্ট্রেলিয়া। দেশটিতে সোমবার (৩১ মার্চ) পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। অন্য দেশগুলোও শিগগির ঘোষণা করবে ঈদের দিন-তারিখ। পাঠকদের জন্য ধারাবাহিকভাবে জানানো হবে সে তথ্য। চাঁদ দেখার সবশেষ তথ্য জানতে থাকুন খবরবাংলার সঙ্গে।
অস্ট্রেলিয়া
শনিবার (২৯ মার্চ) দেশটির ফতোয়া পরিষদ ঘোষণা দিয়েছে, দেশটিতে সোমবার (৩১ মার্চ) পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। সংযুক্ত আরব আমিরাতভিত্তিক সংবাদমাধ্যম খালিজ টাইমসের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। অস্ট্রেলিয়ান ফতোয়া কাউন্সিল জানিয়েছে, সোমবার অস্ট্রেলিয়ায় ঈদুল ফিতরের প্রথম দিন হবে। অস্ট্রেলিয়ায় আজ শনিবার রাত ৯টা ৫৭ মিনিটে শাওয়াল মাসের চাঁদের জন্ম হবে কিন্তু দেখা যাবে আগামীকাল রোববার। ফলে রমজান হবে ৩০ দিনের এবং আগামী সোমবার উদযাপিত হবে পবিত্র ঈদুল ফিতর।
অস্ট্রেলিয়ার গ্র্যান্ড মুফতি ড. ইব্রাহিম আবু মোহামেদ মুসলিম সম্প্রদায়কে একটি সুখী, আনন্দময় এবং বরকতময় ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন। একই সঙ্গে তিনি মুসলিম সম্প্রদায়কে গাজা ও ফিলিস্তিনের ভাইবোনদের জন্য প্রার্থনা, দান এবং অব্যাহত সহায়তা স্মরণ করার আহ্বান জানিয়েছেন। ভৌগোলিক অবস্থানের কারণে বিশ্বে সবার আগে ঈদের ঘোষণা দেয় অস্ট্রেলিয়া। এ বছর সবার আগে রমজান মাস শুরুর ঘোষণাও দিয়েছিল তারা।
ব্রুনাই
অস্ট্রেলিয়ার পর দ্বিতীয় দেশ হিসেবে আনুষ্ঠানিকভাবে ঈদের তারিখ ঘোষণা করলো দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ ব্রুনাই। দেশটি নিশ্চিত করেছে যে সোমবার (৩১ মার্চ) ঈদুল ফিতর উদযাপিত হবে। মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ এই তথ্য জানিয়েছে। গালফ নিউজের প্রতিবেদন অনুযায়ী, সূর্যাস্তের সঙ্গে সঙ্গে দেশটিতে আজ রমজানের ২৮তম দিন। রোববার (৩০ মার্চ) সেখানে খালি চোখে অর্ধচন্দ্র দেখা যাবে বলে আশা করা হচ্ছে, যা ঈদের শুরুর ইঙ্গিত দেয়।
মালয়েশিয়া
এবার পবিত্র ঈদুল ফিতরের তারিখ জানালো দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ মালয়েশিয়া। দেশটির সরকার আনুষ্ঠানিকভাবে সোমবার (৩১ মার্চ) ঈদুল ফিতরের দিন হিসেবে ঘোষণা করেছে। আশা করা হচ্ছে রোববার (৩০ মার্চ) দেশটিতে খালি চোখে চাঁদ দেখা যাবে।
ইন্দোনেশিয়া
অস্ট্রেলিয়া, ব্রুনাই ও মালয়েশিয়ার পর আনুষ্ঠানিকভাবে ঈদের তারিখ ঘোষণা করল ইন্দোনেশিয়া। দেশটিতে আগামী সোমবার (৩১ মার্চ) ঈদুল ফিতর উদযাপিত হবে বলে জানিয়েছে গালফ নিউজ।, আছে গতি। বেড়েছে ঝুঁকি