কোরবানির ঈদে রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে ১২ ঘণ্টার মধ্যে সব ধরনের বর্জ্য অপসারণের আশ্বাস দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। রোববার (২৫ মে) কোরবানির পশুর হাট, কাঁচা চামড়া ব্যবস্থাপনা এবং আইনশৃঙ্খলা–সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।
তিনি বলেন, “প্রতিবার ঈদে অনেক চামড়া নষ্ট হয়। এবার আমরা নিশ্চিত করতে চাই, বিক্রেতারা যেন চামড়ার ন্যায্যমূল্য পান। এটি গরিব মানুষের হক। এজন্য সব ধরণের প্রস্তুতি নেওয়া হয়েছে।”
উপদেষ্টা আরও বলেন, চামড়ার হাসিল (ফি) কমিয়ে আনার প্রস্তাব থাকলেও এবছর তা সম্ভব হয়নি। “আমরা চেষ্টা করেছি হাসিল ৫ শতাংশ থেকে কমিয়ে আনা যায় কিনা। এবার না হলেও ভবিষ্যতে যাতে ৩ শতাংশের বেশি না হয়, সে লক্ষ্যে কাজ চলছে,” জানান তিনি।
পশুর হাট বিষয়ে উপদেষ্টা বলেন, রাজধানীর দুই পাশে এবার ২০টি হাট বসানো হচ্ছে। প্রতিটি হাটে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা থাকবে। আনসার সদস্য মোতায়েনের পাশাপাশি হাটে চিকিৎসকের ব্যবস্থাও থাকবে, যাতে অসুস্থ গরু বিক্রি না হয় এবং হাটে আগত কেউ অসুস্থ হলে প্রাথমিক চিকিৎসা পেতে পারেন।
তিনি আরও বলেন, “কোরবানির প্রথম দিনেই প্রায় ৯০ শতাংশ পশু জবাই হয়ে যায়। তাই দ্রুত বর্জ্য অপসারণ জরুরি। প্রশাসকরা প্রতিশ্রুতি দিয়েছেন, ১২ ঘণ্টার মধ্যেই সব বর্জ্য অপসারণ সম্পন্ন করা হবে।”
এছাড়া, ঈদ উপলক্ষে রাজধানীতে নিরাপত্তা হুমকি থাকতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন উপদেষ্টা। তবে এ বিষয়ে প্রশাসন সর্বোচ্চ সতর্ক রয়েছে বলেও জানান তিনি। সবাইকে নিরাপত্তা নিয়ে সচেতন থাকার পরামর্শ দেন উপদেষ্টা জাহাঙ্গীর আলম।