টাঙ্গাইলের বাসাইলে ক্যান্সারে আক্রান্ত বিজয় বাদ্যকরকে চিকিৎসার জন্য আর্থিক সহায়তা দিয়েছেন টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) আসনে বিএনপির মনোনীত প্রার্থী অ্যাডভোকেট আহমেদ আযম খান।
রোববার(৭ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭ টায় বাসাইল পৌরসভার আন্দিরাপাড়া গ্রামের বিজয় বাদ্যকরের পুরাতন বাড়িতে গিয়ে তার হাতে আর্থিক সহায়তা তুলে দেন।বিএনপির প্রার্থী আহমেদ আযম খান ও উপজেলা বিএনপির নেতাকর্মীরা বিজয়কে ২৩ হাজার ৫০০ টাকা তুলে দেন।
এসময় উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মামুন আল জাহাঙ্গীর,সাধারণ সম্পাদক নূরনবী আবু হায়াত খান নবু,বাসাইল পৌর বিএনপির সভাপতি আক্তারুজ্জামান তুহিন,সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ পিন্টু সহ উপজেলা বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।











