খাগড়াছড়িতে অপহরণের ৯ দিন পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থীকে মুক্তি দিয়েছে দুর্বৃত্তরা। পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, জনরোষের মুখে অপহরণকারীরা তাদের কয়েক দফায় ছেড়ে দিতে বাধ্য হয়। তবে কোথায় ও কখন তাদের মুক্তি দেওয়া হয়েছে, সে বিষয়ে কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।
গত ১৬ এপ্রিল ভোরে খাগড়াছড়ি জেলা সদরের গিরিফুল এলাকা থেকে অপহরণ করা হয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের পাঁচ শিক্ষার্থীকে। অপহৃতরা হলেন—চারুকলা বিভাগের মৈত্রীময় চাকমা ও অলড্রিন ত্রিপুরা, নাট্যকলা বিভাগের দিব্যি চাকমা, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের রিশন চাকমা এবং প্রাণিবিদ্যা বিভাগের লংঙি ম্রো। এর মধ্যে রিশন চাকমা পিসিপি-চবি শাখার সদস্য।
পিসিপির পক্ষ থেকে আইনশৃঙ্খলা বাহিনী, প্রশাসন এবং অন্যান্য সংগঠনের প্রতি সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে। একইসঙ্গে বিজ্ঞপ্তিতে এই অপহরণের জন্য আবারও প্রসিত খীসার নেতৃত্বাধীন আঞ্চলিক সংগঠন ইউপিডিএফকে দায়ী করা হয়েছে।