খাগড়াছড়ির মাটিরাঙ্গা ও পানছড়ি সীমান্ত দিয়ে অন্তত ৬৬ জন ভারতীয় নাগরিক বাংলাদেশে অনুপ্রবেশ করেছেন বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। অনুপ্রবেশকারীদের মধ্যে ২৭ জন নারী এবং বেশ কয়েকজন শিশু রয়েছে। বুধবার (৭ মে) সকাল থেকে সীমান্তের তাইন্দং ও লোগাং পয়েন্ট দিয়ে তারা বাংলাদেশে প্রবেশ করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, স্থানীয় এলাকায় অপরিচিত কিছু মানুষকে ঘোরাফেরা করতে দেখে সন্দেহ হয় এলাকাবাসীর। পরে পরিচয় জানতে চাওয়া হলে তাদের গতিবিধি সন্দেহজনক মনে হলে বিষয়টি বিজিবিকে জানানো হয়। পরে বিজিবি ঘটনাস্থলে গিয়ে সবাইকে হেফাজতে নেয়।
বিজিবির প্রাথমিক জিজ্ঞাসাবাদে অনুপ্রবেশকারীরা জানান, তারা ভারতের গুজরাট রাজ্যের বাসিন্দা। তাদের ভাষ্য মতে, গুজরাট থেকে বিমানযোগে সীমান্ত এলাকায় আনা হয় এবং ভারতের ১১৪ বিএসএফ ব্যাটালিয়নের এলকেপাড়া ক্যাম্পের সদস্যরা শান্তিপুর সীমান্ত দিয়ে তাদের বাংলাদেশে প্রবেশে সহায়তা করে।
সীমান্তবর্তী গোমতী ইউনিয়নের শান্তিপুর এলাকার স্থানীয় বাসিন্দাদের ধারণা, ধর্মীয় সংখ্যালঘু মুসলিম পরিচয়ের কারণে তারা ভারতে বৈষম্যের শিকার হচ্ছিলেন এবং তাই সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে আশ্রয় নেওয়ার চেষ্টা করেছেন।
শেষ খবর পাওয়া পর্যন্ত, অনুপ্রবেশকারীরা মাটিরাঙ্গার হাজী পাড়া এলাকার আবুল মাস্টারের বাড়িতে বিজিবির কড়া নজরদারির মধ্যে অবস্থান করছেন। এ বিষয়ে পরবর্তী পদক্ষেপ নিয়ে স্থানীয় প্রশাসন এবং আইনশৃঙ্খলা বাহিনী আলোচনা চালিয়ে যাচ্ছে।
এই বিষয়ে বিজিবির পক্ষ থেকে বিস্তারিত আনুষ্ঠানিক বক্তব্য এখনও পাওয়া যায়নি।