আগামী ২০২৫-২৬ অর্থবছরে খাদ্য গুদামের ধারণক্ষমতা ৩৭ লাখ মেট্রিক টনে উন্নীতকরণ এবং খাদ্যশস্য ব্যবস্থাপনার প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে কর্মপরিকল্পনা গ্রহণ করেছে সরকার। একই সঙ্গে কৃষি, খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের জন্য বরাদ্দ বাড়িয়ে ৩৯ হাজার ৬২০ কোটি টাকা প্রস্তাব করা হয়েছে, যা চলতি অর্থবছরে ছিল ৩৮ হাজার ২৫৯ কোটি টাকা।
সোমবার (২ জুন) বিকেলে প্রস্তাবিত বাজেট উপস্থাপনকালে এসব তথ্য জানান অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। তিনি বলেন, দেশের আমিষের চাহিদা পূরণে আগামী অর্থবছরে ৫২ লাখ ৫৫ হাজার মেট্রিক টন মৎস্য উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় বিশেষ বরাদ্দ হিসেবে ১০০ কোটি টাকা রাখার প্রস্তাব করা হয়েছে। পাশাপাশি, পরিশোধিত চিনির আমদানি শুল্ক কমানো এবং কোল্ড স্টোরেজ ও কৃষি যন্ত্রপাতির আমদানিতে রেয়াতি সুবিধার নতুন প্রজ্ঞাপন দেওয়ার কথাও জানান অর্থ উপদেষ্টা।