রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে লন্ডনে নেওয়ার জন্য নির্ধারিত এয়ার অ্যাম্বুল্যান্সটি আগামীকাল মঙ্গলবার সকালে ঢাকায় পৌঁছাবে। বিষয়টি বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) নিশ্চিত করেছে।
বেবিচকের দায়িত্বশীল সূত্র জানায়, বিশেষ এয়ার অ্যাম্বুল্যান্সটি মঙ্গলবার সকাল ৮টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের অনুমতি পেয়েছে। পরিকল্পনা অনুযায়ী, এটি প্রায় ১৩ ঘণ্টা পর রাত ৯টার দিকে ঢাকায় থেকে লন্ডনের উদ্দেশে উড্ডয়ন করবে।
তবে বেবিচকের এক কর্মকর্তা জানান, মেডিক্যাল টিমের মূল্যায়ন এবং খালেদা জিয়ার শারীরিক অবস্থার ওপর নির্ভর করে উড্ডয়নের সময়সূচি পরিবর্তিত হতে পারে।
এয়ার অ্যাম্বুল্যান্সটি জার্মানিভিত্তিক এফএআই এভিয়েশন গ্রুপ থেকে আনা হচ্ছে, আর চার্টার খরচে পৃষ্ঠপোষকতা করছে কাতার সরকার।











