খুলনায় বিষাক্ত মদ পানে পাঁচ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় হোমিওপ্যাথিক চিকিৎসক শেখ মোসলেম আলীকে (৭৮) আটক করেছে পুলিশ। শনিবার গভীর রাতে নগরীর রায়ের মহল এলাকার মালেক সড়কের নিজ বাসা থেকে তাকে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, শেখ মোসলেম আলী ফার্মেসি ব্যবসার আড়ালে বিভিন্ন রাসায়নিক উপাদান ব্যবহার করে অবৈধভাবে মদ তৈরি ও বিক্রি করতেন বলে অভিযোগ রয়েছে।
ময়নাতদন্তের জন্য মৃতদের মধ্যে সাবু, বাবু ও সাজ্জাদের মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে। এর আগে গৌতম কুমার বিশ্বাসের ময়নাতদন্ত শেষে তার শেষকৃত্য সম্পন্ন হয়। আর নিহত তোতার মরদেহ পরিবারের সদস্যরা পিরোজপুরে গ্রামের বাড়িতে নিয়ে যাওয়ায় তার ময়নাতদন্ত সম্ভব হয়নি।
প্রসঙ্গত, শুক্রবার রাতে স্থানীয় একটি হোটেলে একসঙ্গে মদ্যপানের পর অসুস্থ হয়ে একে একে পাঁচ জনের মৃত্যু হয়। এখনও সনু নামের একজন আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন।
খুলনা মেট্রোপলিটন পুলিশের এক কর্মকর্তা জানান, ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে এবং বিষাক্ত মদের উৎস বন্ধে অভিযান চলবে।