বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, “যারা দেশে নির্বাচনকে বাধাগ্রস্ত করে, গণতন্ত্র ধ্বংস করতে চায় এবং অস্থিরতা সৃষ্টি করে—তাদের রাজনৈতিক দল বলা যায় না। তারা আসলে প্রেশার গ্রুপের মতো আচরণ করছে।”
রবিবার (১৩ জুলাই) চট্টগ্রাম নগরীর মুরাদপুর শিক্ষা বোর্ড সংলগ্ন এলজিইডি ভবনে বিএনপির ভাইস চেয়ারম্যান মরহুম আব্দুল্লাহ আল নোমানের স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
আমীর খসরু বলেন, “নির্বাচন ও গণতন্ত্রকে যারা বাধাগ্রস্ত করছে, তারা আসলে অশান্তি সৃষ্টি করে দেশকে অশান্ত রাষ্ট্রে পরিণত করতে চাইছে। এদের রাজনৈতিক দল হিসেবে বিবেচনা করা কঠিন।”
তিনি আরও বলেন, “যাদের কথায় অশ্লীলতা, অসম্মান আর অসহনশীলতা আছে, তাদের বিপরীতে বিএনপির রাজনীতি হচ্ছে শান্তি, সহনশীলতা ও মানুষের স্বপ্ন গড়ার রাজনীতি। যারা আবারো রাজনীতিকে কলুষিত করতে চায়, জনগণ তাদের প্রত্যাখ্যান করবে।”
রাজনৈতিক সংস্কার প্রসঙ্গে তিনি বলেন, “ঢাকায় ১০ জন বসে মানুষের ভাগ্য নির্ধারণ করতে পারে না। শুধু অন্তর্বর্তীকালীন সরকার নয়, রাজনৈতিক সংস্কৃতিও জরুরি। তাই দ্রুত নির্বাচন দিয়ে জনগণের সরকার গঠন করতে হবে।”
আওয়ামী লীগ সরকারের প্রসঙ্গ টেনে তিনি বলেন, “শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর মানুষের মধ্যে বিরাট পরিবর্তন এসেছে। এখন আমাদের সহনশীল রাজনীতি করতে হবে। ভিন্নমত থাকলেও একে অপরকে সম্মান দিতে হবে।”
সাবেক নেতা আব্দুল্লাহ আল নোমানের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, “নোমান ভাই ছিলেন মাঠের রাজনীতির মানুষ। দেশে নোমান ভাইয়ের মতো নেতা এখন খুবই বিরল।”
স্মরণসভায় আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক এম এ আজিজ, সৈয়দ আজম উদ্দিন, নিয়াজ মোহাম্মদ খান, শওকত আলম খাজা, ইয়াছিন চৌধুরী লিটন প্রমুখ নেতৃবৃন্দ।