বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) দেশে যত দ্রুত সম্ভব গণতন্ত্র ফিরিয়ে আনতে চায় বলে মন্তব্য করেছেন দলের স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান। তিনি বলেন, “গণতন্ত্র ফিরিয়ে আনার একমাত্র উপায় হচ্ছে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন।”
শনিবার (১৭ মে) বাউল দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর শেরেবাংলা নগরে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।
মঈন খান বলেন, “গণতন্ত্র ব্যতীত পৃথিবীর কোনো জাতি মাথা উঁচু করে দাঁড়াতে পারেনি। একদলীয় শাসনে সাময়িকভাবে ক্ষমতা দেখানো যায়, কিন্তু জনগণের ভালোবাসা অর্জন করা যায় না। বিএনপি কখনো প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করে না।”
তিনি আরও বলেন, বিএনপি চায়—সকল নাগরিকের স্বাধীনতা, মত প্রকাশের অধিকার এবং গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত হোক। দেশের স্বাধীনতার ভিত্তি গণতন্ত্রের ওপর প্রতিষ্ঠিত ছিল, এবং সেই আদর্শেই দলটি অটল আছে বলে জানান এই নেতা।