নওগাঁর নিয়ামতপুরে ট্রাক্টরের চাপায় এক মোটরসাইকেল আরোহী রহিমুল ইসলাম নিহত হয়েছেন। শনিবার (৩১ মে) সন্ধ্যায় উপজেলা কোঁচপাড়া-মানপুর আঞ্চলিক সড়কে এই দুর্ঘটনা ঘটে।
নিহত রহিমুল ইসলাম (৫৫) উপজেলার রসুলপুর ইউনিয়নের মানপুর গ্রামের মৃত নেজাম উদ্দীনের ছেলে। নিয়ামতপুর থানার ওসি হাবিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, পানিহারা এলাকা থেকে ধানবোঝাই একটি ট্রাক্টর নওগাঁয়ের দিকে যাচ্ছিল। অন্যদিকে, পোরশা উপজেলার মুর্শিদপুর গরুর হাটে গরু কিনতে মোটরসাইকেলে যাচ্ছিলেন রহিমুল ইসলাম ও তার ছেলে। কোঁচপাড়া-মানপুর আঞ্চলিক সড়কের মোড়ে পৌঁছালে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যায়। তখন অপর দিক থেকে আসা ধানবোঝাই ট্রাক্টর রহিমুলের শরীরের ওপর দিয়ে উঠে গেলে তিনি ঘটনাস্থলেই মারা যান।
মোটরসাইকেলের চালক ও নিহতের ছেলে দেলোয়ার হোসেনকে স্থানীয়রা উদ্ধার করে নিয়ামতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
নিয়ামতপুর থানার ওসি হাবিবুর রহমান জানান, পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে এবং ধানবোঝাই ট্রাক্টর জব্দ করেছে। নিহতের ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।