গাইবান্ধার পলাশাবাড়ী উপজেলায় একটি আবর্জনার স্তূপ থেকে অজ্ঞাত পরিচয় এক যুবকের (২৮) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৮ মার্চ) সকাল ৯টার দিকে উপজেলার রংপুর-বগুড়া মহাসড়কের পাশের মহেশপুর এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, সকালে আবর্জনার স্তূপে কাপড়ে মুখ বাঁধা অবস্থায় যুবকের মরদেহ পড়ে থাকতে দেখে তারা পুলিশকে খবর দেন। পরে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে পাঠায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, মরদেহের মুখ বাঁধা ছিল এবং মাথায় আঘাতের চিহ্ন দেখা গেছে।
পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জুলফিকার আলী ভুট্টো বলেন, ‘‘মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল পাঠানো হয়েছে।’’ তবে, যুবকের নাম-পরিচয় এখনও জানা যায়নি।