ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে, গাজাবাসীর প্রতি সংহতি প্রকাশ ও স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে রংপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা ও মহানগর ছাত্রদল।
মঙ্গলবার (৮ এপ্রিল) দুপুরে রংপুর প্রেসক্লাবের সামনে জড়ো হয়ে মিছিল শুরু করে ছাত্রদল নেতাকর্মীরা। ‘লা ইলাহা ইল্লাল্লাহ’, ‘তুমি কে আমি কে, ফিলিস্তিন ফিলিস্তিন’সহ বিভিন্ন স্লোগানে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে টাউন হল চত্বরে সমাবেশে মিলিত হন তারা।
মিছিলে ছাত্রদলের পাশাপাশি যুবদলসহ বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরাও অংশ নেন। সমাবেশে বক্তারা ইসরায়েলি পণ্য বর্জনের আহ্বান জানান এবং মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হয়ে ফিলিস্তিনের পক্ষে রুখে দাঁড়ানোর আহ্বান জানান।