ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর অব্যাহত হামলার প্রতিবাদে রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আজ শনিবার অনুষ্ঠিত হচ্ছে ‘মার্চ ফর গাজা’ কর্মসূচি। বিকেল ৩টায় আনুষ্ঠানিকভাবে শুরু হলেও সকাল থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষের ঢল নামে অনুষ্ঠানে। মূল মঞ্চ ঘিরে এরই মধ্যে জমায়েত হয়েছেন কয়েক হাজার মানুষ।
গাজাবাসীর প্রতি সংহতি জানিয়ে ইসলামিক স্কলার মিজানুর রহমান আজহারী ও আস-সুন্নাহ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা শায়খ আহমাদুল্লাহ সবার প্রতি এই কর্মসূচিতে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন। তারা নিজেদের ফেসবুক পেজে পোস্ট দিয়ে মানবতার মিছিলে প্রিয়জনদের নিয়ে যোগ দেওয়ার অনুরোধ জানান।
‘প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশ’-এর ব্যানারে এই কর্মসূচি আয়োজন করা হয়েছে। কর্মসূচিকে ঘিরে রাজধানীর বিভিন্ন স্থানে আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে গোয়েন্দা সংস্থাগুলোর তৎপরতাও বাড়ানো হয়েছে।