গাজা উপত্যকায় আবারও ইসরায়েলি বিমান হামলায় প্রাণ গেল এক সাংবাদিকসহ একই পরিবারের ১০ সদস্যের। বুধবার (১৬ এপ্রিল) গাজা সিটির একটি আবাসিক এলাকায় চালানো এই হামলার খবর নিশ্চিত করেছে ওয়াফা নিউজ এজেন্সি।
এই ঘটনায় চলমান হামলায় নিহত ফিলিস্তিনি সাংবাদিকের সংখ্যা ছাড়িয়েছে ২৩০ জন। এদিকে, গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি বাহিনী আইডিএফের আগ্রাসনে আরও ৩৫ ফিলিস্তিনির মৃত্যু হয়েছে, যাদের বেশিরভাগই নারী ও শিশু।
গাজায় এখন বসবাসযোগ্য ঘরবাড়ি প্রায় নেই বললেই চলে। ফলে শরণার্থীদের অস্থায়ী তাঁবুগুলোকেই নিশানা করছে ইসরায়েলি বাহিনী।
বৃহস্পতিবার ভোররাতেও খান ইউনিস, দেইর আল বালাহ ও জাবালিয়াসহ বিভিন্ন এলাকায় বিমান হামলা চালানো হয়। এতে নতুন করে প্রাণ হারান আরও ১৮ জন।
ইসরায়েলের দেড় বছরেরও বেশি সময় ধরে চলা এই সহিংসতায় এখন পর্যন্ত নিহত হয়েছেন প্রায় ৫১ হাজার ফিলিস্তিনি।