গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর চলমান হামলায় একদিনে আরও ৭৯ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে করে মোট নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৩ হাজার ৯০১ জনে। শনিবার (২৪ মে) গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে আনাদোলু ও আল জাজিরা এ তথ্য জানিয়েছে।
স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, গত ২৪ ঘণ্টায় ইসরায়েলের বিমান ও স্থল হামলায় আরও ৭৯ জন নিহত ও ২১১ জন আহত হয়েছেন। এ নিয়ে গাজায় আহতের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ২২ হাজার ৫৯৩ জনে।
এদিকে, গাজার সরকারি তথ্য দপ্তরের হিসাবে, নিহতের প্রকৃত সংখ্যা আরও বেশি। তারা জানায়, ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে থাকা ব্যক্তিদের হিসাব ধরলে মৃতের সংখ্যা দাঁড়ায় প্রায় ৬১ হাজার ৭০০ জনে।
চলতি বছরের ১৮ মার্চ থেকে ইসরায়েল আবারও গাজায় বড় পরিসরে হামলা শুরু করে, যা জানুয়ারির যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তিকে ভেঙে দেয়। এরপর থেকে নতুন করে নিহত হয়েছেন আরও ৩ হাজার ৭৪৭ জন এবং আহত হয়েছেন প্রায় ১০ হাজার ৬০০ জন।
গাজার মানবিক পরিস্থিতি দিন দিন আরও ভয়াবহ হয়ে উঠছে। আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা সেখানে জরুরি সহায়তা পৌঁছানোর আহ্বান জানাচ্ছে।