গাজায় চলমান আগ্রাসনের মধ্যেই সামরিক অভিযানের পরিধি আরও বাড়ানোর ঘোষণা দিয়েছে ইসরায়েল। শুক্রবার (২ মে) দিনভর চলা হামলায় প্রাণ হারিয়েছেন আরও অন্তত ৪৩ জন ফিলিস্তিনি।
উত্তর জাবালিয়ায় ইসরায়েলি হামলায় বিধ্বস্ত হয়েছে একাধিক বসতবাড়ি। ধ্বংসস্তূপের নিচ থেকে এখন পর্যন্ত উদ্ধার করা হয়েছে পাঁচজনের মরদেহ। ধারণা করা হচ্ছে, ধ্বংসস্তূপের নিচে আরও অনেকে চাপা পড়ে আছেন। স্থানীয়রা সীমিত সরঞ্জাম নিয়ে উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছেন।
এছাড়া গাজা সিটিতে পৃথক হামলায় নিহত হয়েছেন এক শিশু ও দুই নারী। আহত হয়েছেন আরও বেশ কয়েকজন।
চলমান এই সহিংসতার মধ্যেই তেল আবিব ঘোষণা দিয়েছে, স্থল অভিযান আরও জোরদার করা হবে। ইতোমধ্যে ইসরায়েলি সেনাবাহিনীর সব রিজার্ভ ইউনিটকে যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে বলা হয়েছে।
রিপোর্ট অনুযায়ী, গাজায় গত দেড় বছরের ইসরায়েলি আগ্রাসনে প্রাণ হারিয়েছেন ৫২ হাজারের বেশি ফিলিস্তিনি।