ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের বর্বর হামলা অব্যাহত রয়েছে। সর্বশেষ হামলায় আরও ৩৪ ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের মধ্যে শিশুরাও রয়েছে। এ নিয়ে নিহতের সংখ্যা প্রায় ৪৯ হাজার ৭৫০ জনে পৌঁছেছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা রোববার (২৩ মার্চ) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
নিহতদের মধ্যে ৯ জন গাজার তুফাহ এলাকার, ৬ জন বেইত লাহিয়ার, ২ জন জেইতুনের, ২ জন খান ইউনিসের ও ১ জন দেইর এল-বালাহর বাসিন্দা ছিলেন। এছাড়া নেটজারিম করিডোরের কাছে আল-মোগরাকা এলাকায় ২ জন প্রাণ হারিয়েছেন।
এদিকে, যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননেও হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে ৭ লেবানিজ নিহত এবং ৪০ জন আহত হয়েছেন। ইসরায়েলের দাবি, লেবানন থেকে তিনটি রকেট ছোড়া হয়, যার জবাবে তারা টায়ার ও তুলিনে হিজবুল্লাহকে লক্ষ্য করে হামলা চালায়। তবে হিজবুল্লাহ এই হামলার দায় অস্বীকার করেছে।
গাজার সরকারি মিডিয়া অফিস জানিয়েছে, ধ্বংসস্তূপের নিচে হাজারো মানুষ চাপা পড়ায় প্রকৃত মৃতের সংখ্যা ৬১ হাজার ছাড়িয়ে যেতে পারে।
অন্যদিকে, যুদ্ধবিরতির দাবিতে তেল আবিবের রাস্তায় নেমেছেন হাজারো ইসরায়েলি। তারা গাজায় আটক বন্দিদের মুক্তি ও দেশে ফিরিয়ে আনারও দাবি জানিয়েছেন।