গাজায় চলমান ইসরায়েলি আগ্রাসন ও মানবাধিকার লঙ্ঘনের প্রতিবাদে ঢাকার সোহরাওয়ার্দী উদ্যান হয়ে উঠেছে ক্ষোভ আর প্রতিবাদের কেন্দ্রবিন্দু। শনিবার (১২ এপ্রিল) ‘প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশ’-এর আয়োজনে ‘মার্চ ফর গাজা’ কর্মসূচিতে অংশ নেন হাজারো মানুষ।
সকাল থেকেই রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে মিছিল আসতে থাকে উদ্যানের দিকে। শাহবাগ, দোয়েল চত্বর, নীলক্ষেতসহ নানা দিক থেকে পতাকা হাতে মিছিল নিয়ে সমবেত হন অংশগ্রহণকারীরা। হাতে ছিল ফিলিস্তিন ও বাংলাদেশের পতাকা, আর প্ল্যাকার্ডে লেখা— ‘ফিলিস্তিন মুক্ত করো’, ‘গাজা রক্তে রঞ্জিত—বিশ্ব কেন নীরব?’
কর্মসূচিতে যোগ দেন সমাজের নানা শ্রেণি-পেশার মানুষ, রাজনৈতিক ও ধর্মীয় সংগঠনের নেতা, সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখসহ সাধারণ জনগণ। বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেট থেকে মিছিল নিয়ে অংশ নেয় জামায়াতে ইসলামীর নেতাকর্মীরাও।
বিক্ষোভকারীদের অনেকে অভিনব প্রতিবাদের মাধ্যমে বিশ্ব নেতাদের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন। কেউ কেউ নিয়ে আসেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু এবং সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ছবি—যার মাধ্যমে যুদ্ধবিরোধী বার্তা ছড়িয়ে দেওয়া হয়।
এই কর্মসূচিকে ঘিরে রাজধানীতে সতর্ক অবস্থানে ছিল আইনশৃঙ্খলা বাহিনী। সেনাবাহিনী ও যৌথবাহিনী মোতায়েন ছিল বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে। কালো পতাকা হাতে থাকা ব্যক্তিদের সেগুলো রেখে দিতে বলা হয় নিরাপত্তার স্বার্থে।
আয়োজকদের দাবি, এই প্রতিবাদ গাজায় নির্যাতিত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান এবং আন্তর্জাতিক অঙ্গনে জনমত গঠনের একটি প্রচেষ্টা।