ফিলিস্তিনে গাজায় চলমান বর্বর গণহত্যার প্রতিবাদে চাঁদপুরের হাজীগঞ্জে মানববন্ধন করেছেন সহস্রাধিক স্কুল শিক্ষার্থী। বুধবার (২৩ এপ্রিল) সকালে কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের পাশে বলাখাল চন্দ্রবান বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
বিদ্যালয়ের সব শিক্ষার্থী ব্যানার ও প্ল্যাকার্ড হাতে গাজার গণহত্যার বিরুদ্ধে প্রতিবাদ জানায় এবং অবিলম্বে এই হত্যাযজ্ঞ বন্ধের দাবি জানায়। প্রায় আধা ঘণ্টা ধরে চলা মানববন্ধনে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকারাও অংশ নেন।
এসময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক নয়ন চন্দ্র দাস, ম্যানেজিং কমিটির সদস্য সাইফুল ইসলাম মীর এবং সিনিয়র শিক্ষক মাওলানা জাকির হোসেন, বেগম নূরে হাসনা, শরীফুল ইসলাম, শাহাদাত হোসেন ও মো. ইলিয়াস হোসেন উপস্থিত ছিলেন।
মানববন্ধনে অংশ নেওয়া শিক্ষার্থীরা বিশ্ব বিবেকের দৃষ্টি আকর্ষণ করে বলেন, “আমরা শান্তি চাই, রক্ত নয়। গাজায় শিশুহত্যা বন্ধ হোক এখনই।”