গাজায় যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়ে চিঠিতে স্বাক্ষর করায় ৯৭০ জন পাইলট, কর্মকর্তা ও সদস্যকে বরখাস্তের হুমকি দিয়েছে ইসরায়েলি বিমানবাহিনী। মিডল ইস্ট মনিটর ও ইসরায়েলি দৈনিক হারেৎজ-এর খবরে বলা হয়, স্বাক্ষরকারীদের অনেকে রিজার্ভ সদস্য হলেও দায়িত্ব পালনে এখনো অস্বীকৃতি জানাননি।
বিমানবাহিনীর শীর্ষ কমান্ডাররা স্বাক্ষরকারীদের ব্যক্তিগতভাবে ফোন করে নাম প্রত্যাহারের অনুরোধ করছেন। এরই মধ্যে ২৫ জন স্বাক্ষর প্রত্যাহার করেছেন, আর নতুন করে আটজন স্বাক্ষর দিতে চেয়েছেন।
চিঠিতে স্বাক্ষরকারীদের দাবি, গাজায় যুদ্ধ নিরাপত্তা নয়, বরং রাজনৈতিক উদ্দেশ্যে পরিচালিত হচ্ছে। এই দাবিকে “রিজার্ভ দায়িত্ব পালনের অযোগ্যতা” বলে উল্লেখ করেছেন বিমানবাহিনী প্রধান মেজর জেনারেল টোমার বার।
এর আগে যুদ্ধ করতে অস্বীকৃতি জানানোয় দুই রিজার্ভ সদস্যকে বরখাস্ত করা হয়। ১৮ মার্চ শুরু হওয়া নতুন হামলায় গাজায় ইতোমধ্যে প্রায় ১,৫০০ মানুষ নিহত হয়েছেন, আহত হয়েছেন ৩,৭০০ জনের বেশি।