গাজা শহরের একটি স্কুলে ইসরায়েলি বাহিনীর চালানো হামলায় অন্তত ২০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আজ সোমবার (২৭ মে) ভোরে দারাজপাড়া এলাকায় অবস্থিত ওই স্কুলে হামলা চালানো হয়, যেখানে গৃহহারা বহু মানুষ আশ্রয় নিয়েছিলেন। স্থানীয় কর্তৃপক্ষের বরাতে রয়টার্স এ তথ্য জানিয়েছে। তবে আলজাজিরার প্রতিবেদনে মৃতের সংখ্যা ২৫ জন বলা হয়েছে।
চিকিৎসক ও স্থানীয় সূত্র জানিয়েছে, নিহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছে। হামলার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কিছু ছবিতে মারাত্মকভাবে পুড়ে যাওয়া মরদেহ দেখা গেছে। তবে রয়টার্স তাৎক্ষণিকভাবে এসব ছবির সত্যতা নিশ্চিত করতে পারেনি।
ইসরায়েলি সেনাবাহিনী এখনো এই হামলা নিয়ে কোনো মন্তব্য করেনি।
ইসরায়েল চলতি মাসের শুরু থেকে গাজায় হামলা আরও জোরদার করেছে। তাদের দাবি, হামাসের শাসন ও সামরিক সক্ষমতা ধ্বংস করা এবং ২০২৩ সালের অক্টোবরে আটককৃত জিম্মিদের ফিরিয়ে আনাই এই অভিযান চালানোর উদ্দেশ্য।
গাজার মিডিয়া অফিস জানিয়েছে, ইসরায়েল এখন ছিটমহলের প্রায় ৭৭ শতাংশ এলাকা তাদের সরাসরি সামরিক নিয়ন্ত্রণে নিয়ে নিয়েছে। বাসিন্দাদের ঘরবাড়ি ছেড়ে অন্যত্র যেতে বাধ্য করা হচ্ছে। আন্তর্জাতিক মহলের চাপ সত্ত্বেও ইসরায়েল ত্রাণ সরবরাহে বাধা অব্যাহত রেখেছে।
প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সম্প্রতি জানিয়েছেন, ইসরায়েল পুরো গাজার নিয়ন্ত্রণ নেবে।