গাজায় ইসরায়েলের টানা হামলার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে দখলকৃত পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমে ধর্মঘট পালন করেছেন ফিলিস্তিনিরা। ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে এই শান্তিপূর্ণ প্রতিরোধে সোমবার (৭ এপ্রিল) বন্ধ ছিল দোকানপাট, স্কুল ও অধিকাংশ প্রশাসনিক প্রতিষ্ঠান।
প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলি সেনাবাহিনীর (আইডিএফ) টানা হামলার ভয়ে পশ্চিম তীরজুড়ে জনজীবন প্রায় স্থবির হয়ে পড়ে। পূর্ব জেরুজালেমের ব্যস্ততম সালাহেদ্দিন সড়ক ছিল ফাঁকা।
ফিলিস্তিনিদের ওপর চলমান সহিংসতা ও ‘জাতিগত নিধনের’ প্রতিবাদে এই ধর্মঘটের ডাক দেয় ফাতাহ, হামাসসহ বিভিন্ন রাজনৈতিক সংগঠনের জোট। দখলকৃত ফিলিস্তিনি ভূখণ্ড, শরণার্থীশিবির ও বিশ্বজুড়ে ফিলিস্তিনপন্থীদের এই আন্দোলনে যোগ দেওয়ার আহ্বান জানানো হয়।
উল্লেখ্য, ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় ইসরায়েলের টানা হামলায় হাজারো বেসামরিক নাগরিক নিহত হন। দীর্ঘ সহিংসতার পর গত ১৯ জানুয়ারি থেকে আংশিক যুদ্ধবিরতি কার্যকর হলেও পরিস্থিতি এখনও অস্থির।