গাজার মানবিক সংকট নিয়ে মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ এল-সিসি ও জর্ডানের রাজা দ্বিতীয় আবদুল্লাহর সঙ্গে একটি ত্রিপক্ষীয় শীর্ষ সম্মেলনে অংশ নিচ্ছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ।
শনিবার (৫ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে বিষয়টি নিশ্চিত করেন ম্যাক্রোঁ।
তিনি জানান, মিশরের প্রেসিডেন্ট এল-সিসির আমন্ত্রণে কায়রো সফরে গিয়ে এই সম্মেলনে অংশ নেবেন তিনি।
রোববার (৬ এপ্রিল) সন্ধ্যায় কায়রো পৌঁছাবেন ম্যাক্রোঁ এবং সোমবার সকালে এল-সিসির সঙ্গে বৈঠক করবেন। একই দিনে কায়রোতেই ত্রিপক্ষীয় বৈঠক হবে।
মঙ্গলবার তিনি গাজা সীমান্তবর্তী এল-আরিশ বন্দর পরিদর্শনে যাবেন, যেখানে তিনি মানবিক সহায়তা কর্মীদের সঙ্গে সাক্ষাৎ করবেন এবং যুদ্ধবিরতির পক্ষে ফ্রান্সের প্রচেষ্টা অব্যাহত রাখবেন।