গাজায় ইসরায়েলের অব্যাহত হামলার প্রতিবাদ ও ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে আজ সোমবার (৭ এপ্রিল) ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় বিক্ষোভ মিছিল ও ‘নো ক্লাস নো এক্সাম’ কর্মসূচি চলছে। রাজধানীর গুলশানে অবস্থিত মার্কিন দূতাবাসের সামনেও অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল করছেন শত শত তরুণ-তরুণী।
সাড়ে ১১টার দিকে বিক্ষোভকারীরা গুলশানে মার্কিন দূতাবাসের সামনে মহাসড়কে অবস্থান নেন, ফলে ওই এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ মোতায়েন করা হয়, পাশাপাশি নিরাপত্তা নিশ্চিত করতে সেনা সদস্যরাও উপস্থিত থাকেন।
সরেজমিনে দেখা গেছে, দূতাবাস চত্বরে বহুস্তর নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে। সেনা সদস্যরা একপ্রকার মানবপ্রাচীর তৈরি করে অবস্থান নিয়েছেন। সাধারণ মানুষকে রাস্তা বা ফুটপাতে দাঁড়াতেও দেওয়া হচ্ছে না। তল্লাশি চালিয়ে যেকোনো সন্দেহজনক ব্যক্তিকে সরিয়ে দেওয়া হচ্ছে।
দুপুর ১২টার দিকে নতুন বাজার সড়কের এক পাশ খুলে দিয়ে যান চলাচল আংশিক স্বাভাবিক করা হয়। তবে প্রতিবেদন লেখা পর্যন্ত মার্কিন দূতাবাস ঘিরে বিক্ষোভ অব্যাহত রয়েছে।
বিক্ষোভকারীরা যুদ্ধ বন্ধের দাবি জানানোর পাশাপাশি বিশ্ববাসীকে ফিলিস্তিনের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন।